গাজোল: নাবালিকার অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল গাজোল ব্লকের চিৎকুল গ্রামে। মৃতের নাম যুথিকা শীল (১৫)। যুথিকার বাবার বাড়ি হরিরামপুর থানা এলাকার খোয়া গ্রামে। সপ্তাহ তিনেক আগে চিৎকুল গ্রামে দীপক পাহাড়িয়া নামে এক যুবকের বাড়ি চলে আসে সে। তারপর তাঁরা বিয়েও করে বলে গ্রামবাসীদের তরফে জানানো হয়েছে। বৃহস্পতিবার রাতে যুথিকা ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
তাকে উদ্ধার করে হাতিমারী হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। যুথিকার বাবার বাড়ি লোকজন খবর পেয়ে এলাকায় আসেন। হাতিবাড়ি হাসপাতালে কান্নায় ভেঙে পড়েন মৃতের পরিবারের লোকজন। গাজোল থানার পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। নাবালিকার মৃত্যুর কারণ জানতে পুলিশ তদন্তে শুরু করেছে।