তুফানগঞ্জ: আধুনিক পদ্ধতিতে পাট পচানোর প্রদর্শনী অনুষ্ঠিত হল তুফানগঞ্জে (Tufanganj)। কৃষি দপ্তরের তরফে শুক্রবার আধুনিক পদ্ধতিতে পাট পচানোর প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এই প্রদর্শনীর মূল উদ্দেশ্য হল, ক্রাইজাফ সোনা পাউডার ব্যবহার করে কম সময়ে ও কম জলে পাটের গুণগত মান বজায় রেখে খুব সহজেই পাট পচানো যায়। এই পদ্ধতিতে পাট পচানো হলে পাটের আশের গুণগত মান যেমন বজায় থাকবে, তেমনি কৃষকেরা সঠিক বাজার দর পাবে। এছাড়াও পাটের পরিমাণ সঠিক পাওয়া যাবে।
এদিন একটি জমিতে গর্ত করে তাতে প্লাস্টিক দিয়ে জল আটকে পাট পচানোর জন্য প্রদর্শনী করা হয়। এখানে এক বিঘা জমির পাটের জন্য চার কেজি ক্রাইজাফ সোনা পাউডার ব্যবহার করা হয়েছে। এরপর ১২-১৩ দিন পর এই প্রদর্শনীর পাট কৃষকদের সামনে তুলে আঁশ ছাড়িয়ে দেখানো হবে গুণগত মান কতটা ভালো হয়েছে। কৃষকেরা যাতে আগামী দিনে এই পদ্ধতিতে পাট পচানোর দিকে আগ্রহী হয়, সে কারণেই এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
জেলা সহ কৃষি অধিকর্তা রজত চট্টোপাধ্যায় বলেন, ‘আধুনিক পদ্ধতিতে কীভাবে পাট পচানো যায়, সে বিষয়ে হাতেকলমে একটি প্রদর্শনী করা হয়েছে। এতে বেশকিছু কৃষক অংশগ্রহণ করে। খুব কম সময়ে পাটের গুণগত মান বজায় রেখে কৃষকেরা লাভবান হবেন সেই বিষয়ে আলোচনা করা হয়। এদিন পাট পচানোর জন্য ৩০০ কেজি ক্রাইজাফ সোনা পাউডার বিনামূল্যে কৃষকদের হাতে তুলে দেওয়া হয়।‘
আরও পড়ুন: Mekliganj | নাবালিকা ধর্ষণে ২০ বছরের জেল, সাজা শোনাল আদালত