শিলিগুড়ি: ৭৪তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে সেনাবাহিনীর হাতে থাকা সমরাস্ত্রের প্রদর্শনীর আয়োজন করল সেনাবাহিনির ত্রিশক্তি কোর। শিলিগুড়ি (Siliguri) কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে ভারতীয় সেনাবাহিনীর অত্যাধুনিক অস্ত্র প্রদর্শনের পাশাপাশি আর্মি পাইপ এবং জ্যাজ ব্যান্ডের একটি ফিউশন ভিত্তিক পারফরম্যান্সও ছিল। শিলিগুড়ির বিভিন্ন স্কুলের পড়ুয়া, এনসিসি ক্যাডেট ও সাধারণ উৎসাহী মানুষ এই প্রদর্শনী ঘুরে দেখেন। সেনাবাহিনীর সদস্যরা প্রত্যেককে বিভিন্ন অস্ত্র ও তার কার্যকারিতা বুঝিয়ে ব্যাখ্যা করে দেন। হাতে কলমে সেই সব অস্ত্র নেড়েচেড়েও দেখে প্রদর্শনীতে আসা দর্শনার্থীরা। সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, মূল লক্ষ্য ছিল, ভারতীয় সেনাবাহিনীর সংস্কৃতি, নীতি এবং যুদ্ধের কলাকৌশল সম্পর্কে বর্তমান প্রজন্মকে অবহিত করা।
লেটেস্ট খবর জানার জন্য দেখুন www.uttarbangasambad.com এবং ব্রেকিং নিউজ (Breaking News) এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন উত্তরবঙ্গ সংবাদ টিভিতে ।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। নিয়মিত খবরে থাকতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Instagram পেজ ।