উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে মহিলা ক্রিকেটার এবং ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর। আগামী বছর অর্থাৎ ২০২৩ থেকে মহিলাদের আইপিএল শুরুর প্রতিশ্রুতি দিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। মঙ্গলবার তিনি সমস্ত রাজ্য অ্যাসোসিয়েশনকে জানিয়েছেন যে, বোর্ড আগামী বছরের শুরুতে মহিলাদের আইপিএল শুরু করার পরিকল্পনা করছে।
২০২২-২৩ এর জন্য আন্তর্জাতিক স্তরে এবং ঘরের মাঠে খেলার বিষয়ে সমস্ত রাজ্য অ্যাসোসিয়েশনকে চিঠি লিখেছিলেন। চিঠিতে সৌরভ গঙ্গোপাধ্যায় উল্লেখ করেছেন, বিসিসিআই বর্তমানে বহু প্রতীক্ষিত মহিলাদের আইপিএল নিয়ে কাজ শুরু করেছে। আমরা আগামী বছরের শুরুর দিকে প্রথম সিজন শুরু করার আশা করছি। এই বিষয়ে আরও বিশদভাবে বিস্তারিত তথ্য জানানো হবে। তিনি আরও জানিয়েছেন, পুরুষদের আইপিএল হোম এবং অ্যাওয়ে ফর্ম্যাটে ফিরে যাবে। যেখানে দশটি দল তাদের নির্ধারিত স্থানে হোম ম্যাচ খেলবে।
শুধু মহিলাদের আইপিএল চালু করাই নয়, মহিলা ক্রিকেটের সম্প্রসারনের স্বার্থে মেয়েদের অনূর্ধ্ব ১৫ প্রতিযোগিতা শুরু করারও সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। সৌরভ জানিয়েছেন, গোটা পৃথিবীতেই মহিলা ক্রিকেট দারুণ অগ্রগতি করেছে। ভারতের জাতীয় মহিলা দলও খুব ভাল পারফর্ম্যান্স করছে তাই অনূর্ধ্ব ১৫ প্রতিযোগিতা শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রতিযোগিতা দেশের মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে খেলার পথ প্রশস্ত করে দেবে বলে জানান সৌরভ।
এই মুহূর্তে ইংল্যান্ড সফরে রয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। দেশকে দারুণ সাফল্য এনে দিয়েছেন হরমনপ্রীত কৌররা। তার উপর মহিলা আইপিএল চালুর সিদ্ধান্ত মহিলা ক্রিকেটের কাছে খুব ভাল খবর বলেই মনে করছে ক্রীড়া মহল। সদ্যই দেশকে এনে দিয়েছে দুর্দান্ত সাফল্য। ২৩ বছর পর ইংল্যান্ডের মাটিতে একদিনের সিরিজ জিতেছেন হরমনপ্রীত কৌররা। সিরিজ জয়ের পরপরই ভারতীয় মহিলা ক্রিকেটের কাছে আরও একটা দারুণ খবর।