ডিজিটাল ডেস্ক: সামনেই পঞ্চায়েত নির্বাচন। আর তাই নিয়ে রাজ্য জুড়ে শুরু হয়ে গেছে জোর তৎপরতা। তবে পঞ্চায়েত নির্বাচন নিয়ে আরও একবার রাজ্য সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি জানান, পঞ্চায়েত নির্বাচনের আগেই পঞ্চায়েতের সর্বনিম্ন স্তরে হচ্ছে পুনর্বিন্যাস। কিন্তু তা পদ্ধতি মেনে হচ্ছে না। তাই এবার তিনি আদালতের শরণাপন্ন হতে চলেছেন।
প্রসঙ্গত, শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, আগামী পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যের আসন পুনর্বিন্যাস এবং সংরক্ষণ চলছে। এবং তা রীতিমতো আইন লঙ্ঘন করে। তিনি অভিযোগ তুলেছেন ব্লক প্রশাসনের দিকে। জানিয়েছেন, ব্লক প্রশাসনের সহায়তার তথ্যের গরমিল করা হচ্ছে। এই নিয়ে তিনি রাজ্য নির্বাচন কমিশনকে চিঠিও দিয়েছেন বলে জানিয়েছেন। রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে উত্তর দিলেও তা সন্তুষ্ট করতে পারেনি বিরোধী দলনেতাকে।
Serious anomaly in the Delimitation Process & Reservation of Seats for the upcoming Panchayat Elections.
Block Administration has scope & opportunity to manipulate the Gram Panchayat Level Constituency wise Population Data of SCs & STs to suit ruling party's local level needs. pic.twitter.com/JVf9c415jO
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) November 29, 2022
এদিন সাংবাদিক সম্মেলন করে শুভেন্দু অধিকারী এই প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, “একটু আগে টুইট করেছি। ইসি দ্বারা প্রকাশিত সংরক্ষণের নিয়ম মানা হয়নি, এই অভিযোগের ভিত্তিতে চিঠি দিয়েছিলাম। আমায় জবাবি চিঠি দেওয়া হয়ছে। কিন্তু সেই জবাব সন্তোষজনক নয়। মুখ্যমন্ত্রী যেহেতু পঞ্চায়েত নির্বাচন দ্রুত করতে চায় তাই রোস্টার দ্রুততর করতে গিয়েই এই গরমিল। আমরা আইনি পথে যাব।”
তৃণমূলের তরফ থেকে বিরোধী দলনেতার এহেন অভিযোগ পুরোপুরি অস্বীকার করা হয়েছে। তৃণমূল আদালতেই জবাব দেবে বলে জানানো হয়েছে দলীয় স্তর থেকে। স্বাভাবিকভাবেই পঞ্চায়েত নির্বাচনের আগে বিরোধী দলনেতার এহেন পদক্ষেপ যে তৃণমূল এবং বিজেপির মধ্যে চাপানউতোর বৃদ্ধি করবে, তা নিঃসন্দেহে বলা যায়।
আরও পড়ুন: Asansol News | সিপিএম নেতার ভাইয়ের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার আসানসোলে