ডিজিটাল ডেস্ক: পাঞ্জাব বিধানসভা নির্বাচনে অংশগ্রহণ করছে এবার আম আদমি পার্টি। ইতিমধ্যেই সেখানে জোরদার প্রচার চালাচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল। এই অবস্থায় কেজরিওয়ালের বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ আনলেন প্রাক্তন আপ নেতা কবি কুমার বিশ্বাস। তাঁর অভিযোগ অরবিন্দ কেজরিওয়াল খালিস্তান আন্দোলন সমর্থন করেন। এমনকি পৃথক খালিস্তান করে প্রধানমন্ত্রীও হতে চেয়েছিলেন তিনি। কার্যত কুমার বিশ্বাসের দাবি, তিনি যখন আপে ছিলেন তখন পাঞ্জাবে যে কোনো মূল্যে ক্ষমতায় আসার কথা বলেছিলেন কেজরিওয়াল। একটা সময় কুমার বিশ্বাস কেজরিওয়ালের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। পরবর্তীতে অবশ্য দূরত্ব বাড়ে। আনুষ্ঠানিকভাবে কুমার বিশ্বাস এখনও দল ছাড়েননি বলে খবর। রাহুল গান্ধীও সম্প্রতি খালিস্তানি সন্ত্রাসবাদীদের প্রতি অরবিন্দ কেজরিওয়াল নরম মনোভাব দেখাচ্ছেন বলে অভিযোগ এনেছিলেন। এই গুরুতর অভিযোগের পরিপ্রেক্ষিতে এখনও পর্যন্ত অরবিন্দ কেজরিওয়ালের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এই নিয়ে যে বিতর্ক বাড়বে, তা নিয়ে কোন সন্দেহ নেই।
দলিত ছাত্রের মৃত্যুর ঘটনায় ইস্তফা প্রদান কংগ্রেস বিধায়কের
ডিজিটাল ডেস্ক: রাজস্থানে শিক্ষকের হাতে দলিত ছাত্রের মার খেয়ে মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। গত ১৩ ই আগস্ট ওই দলিত...
Read more