ডিজিটাল ডেস্ক : স্বরাষ্ট্র মন্ত্রকের নয়া সিদ্ধান্ত দেশের উত্তর-পূর্বের জন্য। ১ লা অক্টোবর থেকে অরুণাচল প্রদেশ(Arunachal Pradesh) এবং নাগাল্যান্ডের বেশ কিছু জেলায় আফস্পা আইন সম্প্রসারিত হচ্ছে। তবে সীমিত সময়ের জন্য এই আফস্পা আইন বলবৎ হচ্ছে। কার্যত অরুণাচল প্রদেশ ও নাগাল্যান্ড রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকে নজর রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে এই দুই রাজ্যের নির্দিষ্ট কিছু এলাকার আইন-শৃঙ্খলার দায়িত্ব নিচ্ছে আফস্পা। সূত্রের খবর, অরুণাচল প্রদেশের তিনটি জেলা ও দুটি থানা সংলগ্ন এলাকায় এবং নাগাল্যান্ডের ন টি জেলা ও ১৬ টি পুলিশ স্টেশন সংলগ্ন চারটি জেলায় আফস্পা আইনের সময়সীমা বাড়ানো হলো আগামী ছয় মাস পর্যন্ত। কার্যত, এই এলাকাগুলির আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে বলে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, আফস্পা আইনের ফলে নিরাপত্তা বাহিনী সন্দেহজনক কিছু দেখলে যেকোনো পদক্ষেপ নিতে পারে। এমনকি সন্দেহ হলে যে কোন কাউকে বিনা নোটিশে গ্রেপ্তারও করতে পারে। স্বাভাবিকভাবেই স্বরাষ্ট্র মন্ত্রকের এই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ব্যাপক সমালোচনা।