ডিজিটাল ডেস্ক: নরেন্দ্র দাভোলকরকে (Narendra Davolkar) নিশ্চয়ই সবার মনে আছে। যুক্তিবাদী আন্দোলনের অন্যতম মুখ ছিলেন এই নরেন্দ্র দাভোলকর, যাকে ২০১৩ সালের ২০ শে আগস্ট প্রকাশ্য দিবালোকে খুন করা হয়। অভিযুক্ত হিসেবে ইতিমধ্যে দুই আততায়ী শরদ কালাসকর এবং শচীন আন্ডুরে ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে পুলিশের হাতে। আর তাঁদেরকেই শনিবার পুনের একটি আদালতে এবার শনাক্ত করলেন এই মামলার অন্যতম সাক্ষী কিরণ কাম্বলে (Kiran Kamble) নামক প্রত্যক্ষদর্শী। এদিন আদালতে কিরণ কাম্বলে পুরো ঘটনার ধারাবিবরণী দেন এবং আততায়ীদের শনাক্ত করেন। অন্যদিকে আগেই অভিযোগ উঠেছিল, ঘটনাস্থলে পুলিশের পৌঁছাতে এবং তদন্ত শুরু হতে দেরি হওয়ার। সেই অভিযোগ আরও একবার প্রমাণিত হলো কিরণ কাম্বলের বক্তব্যে। আততায়ী শনাক্ত হওয়ার পর এবার তাঁদের জন্য কি শাস্তি অপেক্ষা করছে, সেটাই দেখার।
আরও পড়ুন : ইউক্রেনে মৃত ভারতীয় ছাত্র নবীন শেখারাপ্পার দেহ ফিরল বেঙ্গালুরুতে