জটেশ্বর, ২২ জানুয়ারিঃ ফালাকাটা ব্লকের মালসাগাঁও এলাকার সৈয়দ দেলোয়ার হোসেন চিসতির অষ্টম বার্ষিক উরস মোবারক উপলক্ষে দুদিন ব্যাপী জলসা শুরু হল। বুধবার মালসাগাঁওয়ের ওই মাজার শরীফে বহুদূর থেকে ভক্তরা আসেন। অনুষ্ঠানে সকল ধর্মাবলম্বী মহিলা-পুরুষ হাজির হয়েছিলেন। এদিন রাত দশটা নাগাদ মেলা জমে উঠে। মেলায় প্রতিবারের মতো এবারেও হরেকরকম খাবারের দোকানপাট বসেছিল। স্থানীয়রা জানান, প্রায় কুড়ি বছর আগে মালসাগাঁও এলাকার সৈয়দ দেলোয়ার হোসেন চিসতি প্রয়াত হন। ওই এলাকায় তিনি সমাজসেবী হিসেবেই পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুর ১২ বছর পরে এলাকার বাসিন্দারা কলি নদীর পাড় এলাকায় একটি মাজার শরীফ তৈরি করেন। সেখানে প্রতি বছর ৭ই মাঘ উরস মোবারক অনুষ্ঠান পালন করা হয়।
‘আগুন নিয়ে খেলছেন বিজেপির জনপ্রতিনিধিরা’, মন্তব্য ‘গদ্দার’ সুমনের
কলকাতা: উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করার যে দাবি বিজেপির কিছু নেতা-নেত্রী তুলছেন তা রীতিমতো আগুন নিয়ে খেলা করার সমান। সোমবার...
Read more