মালদা: পুলিশ আফিসারের ছবি ও নাম দিয়ে ফেক অ্যাকাউন্ট ফেসবুকে। সেই অ্যাকাউন্ট থেকে বিভিন্ন অছিলায় টাকা চাওয়ার অভিযোগ। বিষয়টি জানতে পেরেই মালদা সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করলেন ইংরেজবাজার থানায় কর্মরত এএসআই সামসুদ্দিন আনসারী। বিষয়টি প্রকাশ্য আসতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে জেলা পুলিশ মহলে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছে মালদা সাইবার ক্রাইম থানার পুলিশ।
সামসুদ্দিন আনসারী বলেন, ‘মঙ্গলবার সকালে বন্ধু-বান্ধবদের ফোন মারফৎ বিষয়টি জানতে পারি। ওই অ্যাকাউন্ট থেকে তাঁর স্ত্রী অসুস্থ বলে বন্ধুবান্ধবের কাছে মেসেঞ্জার থেকে টাকা দাবি করা হয়। বিয়টি তাঁর পরিচিতরা ফোন মারফৎ খোঁজখবর নিতে গিয়েই প্রকাশ্য আসে আসল রহস্য। এরপরই তিনি সাইবার ক্রাইম থানার পুলিশে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।‘
- Advertisement -