ডিজিটাল ডেস্ক : সই জাল করার ঘটনা এখন অহরহ হয়ে থাকে। কিন্তু একেবারে মুখ্যমন্ত্রীর লেটার হেড এবং সই জাল করার ঘটনা একটু হলেও আলাদা। আর এই আলাদা ঘটনাই ঘটেছে উত্তর ২৪ পরগনার শ্যামনগরে (Shyamnagar)। সূত্রের খবর, ব্যারাকপুর এলাকার রেশন দোকানগুলিকে যেখান থেকে লাইসেন্স দেওয়া হয়, সেখানে হঠাৎই একটি চিঠি পৌঁছায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandhopadhyay) প্যাডে লেখা সেই চিঠিতে শ্যামনগরের দেবাশীষ বোস এবং নিখিল বন্দ্যোপাধ্যায় নামে দুই রেশন ডিলারকে জরুরী ভিত্তিতে সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়। স্বাভাবিকভাবেই এই চিঠি নিয়ে ব্যাপক শোরগোল পড়ে যায়। এরপর খোঁজ করতেই জানা যায়, শ্যামনগর পোস্ট অফিস থেকে এই চিঠি পাঠানো হয়েছে যা কখনোই সম্ভব নয়। এই ঘটনা নিয়ে শুরু হয়েছে পুলিশি তদন্ত। কারা এর পেছনে, তার খোঁজ চলছে। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ব্যক্তিগত শত্রুতার জেরেই এই ঘটনা ঘটেছে। তবে মুখ্যমন্ত্রীর সই জাল করা এবং তাঁর লেটার প্যাড জাল করা গর্হিত অপরাধ বলেই বিবেচিত হয়। সুতরাং দোষী ধরা পড়লে তার যে শাস্তি হবেই সে ব্যাপারে নিশ্চিত থাকা যায়।
ডুরান্ড কাপে জোর চমক, সমাপ্তি অনুষ্ঠানে কলকাতায় থাকবেন দ্রৌপদী মুর্মু
ডিজিটাল ডেস্ক: ফুটবল জ্বরে কাঁপছে কলকাতা। শুরু হতে চলেছে ডুরান্ড কাপ। আগামী ১৬ই আগস্ট যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপের উদ্বোধন করবেন...
Read more