জটেশ্বর, ২ অক্টোবরঃ দুর্গা পুজো উপলক্ষ্যে বসেছে পুতুল নাচের আসর। আর এই আসরেই গভীর রাত পর্যন্ত চলছে জুয়া খেলা। এমনই অভিযোগ উঠেছে ফালাকাটায়। অভিযোগ, ফালাকাটা-জটেশ্বর ৩১ নম্বর জাতীয় সড়কের খাড়াকদম বাসস্টপ এলাকায় পুতুল নাচের আসরে গভীর রাত পর্যন্ত চলছে ঝান্ডিমুন্ডি, তিন তাসা, কেরকেড়িয়ার মতো জুয়া খেলা। আর এই জুয়ার ফাঁদে পড়ে নিঃস্ব হয়ে বাড়িতে ফিরছেন অনেকেই।
স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যা নামলেই ওই জুয়ার আসরে ভিড় জমায় বহু মানুষ। যার মধ্যে বেশিরভাগই যুবক। রাস্তার ধারে এমন জুয়ার রমরমা আসর চললেও পুলিশ কারোর বিরুদ্ধে কোনও ব্যাবস্থা নিচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। অবিলম্বে জুয়ার আসর বন্ধ না হলে স্থানীয় বাসিন্দারা আন্দোলনে নামবেন বলে জানান। এবিষয়ে ফালাকাটার ডিএসপি ইনচার্জ সুশান্ত রাজবংশী জানান, গোটা বিষয়টি খতিয়ে দেখা হবে।
- Advertisement -