রাঙ্গালিবাজনা ও ফালাকাটা: ‘আচার্য্য দেব ভব’। স্কুল পড়ুয়াদের এ কথা স্মরণ করিয়ে দিলেন ফালাকাটা থানার আইসি সনাতন সিংহ। সোমবার আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের রাইচেঙ্গা বিদ্যানিকেতন হাইস্কুলের পড়ুয়াদের নিয়ে আয়োজিত এক সচেতনতামূলক কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে সনাতনবাবু শিক্ষক-শিক্ষিকাদের প্রতি শ্রদ্ধা ও আস্থাশীল হতে বারবার পরামর্শ দেন পড়ুয়াদের। পড়ুয়াদের উদ্দেশ্যে তাঁর বার্তা, পিতামাতার পরই যাঁরা পড়ুয়াদের আপনজন ও হিতাকাঙ্খী, তাঁরা হলেন শিক্ষক-শিক্ষিকা। তাঁদের পরামর্শ, উপদেশ, দেখানো দিশা মেনে চললে পড়ুয়াদের ভবিষ্যৎ উজ্জ্বল বলে মন্তব্য করেন তিনি।
৬ ডিসেম্বর থেকে ফালাকাটা থানার উদ্যোগে ব্লকের হাইস্কুলগুলির পড়ুয়াদের নিয়ে শুরু হয়েছে সামাজিক সচেতনতা শিবির। ৮টি জ্বলন্ত সামাজিক সমস্যা ও সেগুলির প্রতিকার স্কুলপড়ুয়াদের সামনে তুলে ধরছে পুলিশ। এদিন রাইচেঙ্গা বিদ্যানিকেতন হাইস্কুলে মানব পাচার, গার্হস্থ্য হিংসা, বাল্যবিবাহ, গণপিটুনি, মদ ও মাদকদ্রব্য সেবন, স্যোশ্যাল মিডিয়ার ব্যবহার, নিরাপদ ড্রাইভ ও সাইবার ক্রাইম নিয়ে পড়ুয়াদের সচেতন করা হয়। তবে আলোচনা প্রসঙ্গে আইসি সনাতনবাবু পড়ুয়াদের বারবার মনে করিয়ে দেন শিক্ষক-শিক্ষিকাদের প্রতি শ্রদ্ধা ও আস্থাশীল হওয়ার কথা। পুলিশের ওই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি দীপক সরকার।
প্রধান শিক্ষক বিকাশ সরকারের বক্তব্য, করোনা পরিস্থিতিতে ঘরে আটকে থাকা এবং মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার পড়ুয়াদের একটা বড় অংশের ওপর কুপ্রভাব বিস্তার করেছে। তবে গ্রামাঞ্চলের পড়ুয়ারা এখনও শিক্ষক-শিক্ষিকাদের প্রতি শ্রদ্ধাশীল এবং অনুগত। সময়ের নিরিখে হয়তো কিছুটা পরিবর্তন হয়েছে। তবে তা সামান্য মাত্রায়।