ঘোকসাডাঙ্গা: কুশিয়ারবাড়ি যুব সংঘের পরিচালনায় বৃহস্পতিবার অনুষ্ঠিত হল চার দলীয় ক্রিকেট টুর্নামেন্ট। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় ফালাকাটা স্টেশন ক্লাব। তারা পুঁটিমারি ইয়ং স্পোর্টিং ক্লাবকে ৩২ রানে পরাজিত করে।
এদিন কুশিয়ারবাড়ি হলেশ্বর বর্মন উচ্চ বিদ্যালয়ের মাঠে ফাইনালে ১৬ ওভারে পাঁচ উইকেটে ৭৭ রান করে ফালাকাটা স্টেশন ক্লাব। মানিক দাস চার ওভারে ২৫ রান করে তিনটি উইকেট নেয়। বোরখা কৃষ্ণা রায় ২০ বলে ৩৫ রান করে। ব্যাট করতে নেমে পুঁটিমারি ইয়ং স্পোর্টিং ক্লাব দশ ওভারে ৪৫ রানে অল আউট হয়। প্রবীর দাস চার ওভারে ২০ রানে চারটি উইকেট নেয়। খেলার সেরা খেলোয়াড় নির্বাচিত হন বোরখা কৃষ্ণা রায়। সেরা বোলার নির্বাচিত হন ফালাকাটার প্রবীর দাস। যুবসংঘের সভাপতি জিয়ারুল হক জানান, চ্যাম্পিয়ন ও রানার্স ট্রফির সঙ্গে অর্থ পুরস্কার দেওয়া হয়।
আরও পড়ুনঃ তুফানগঞ্জ নিয়ন্ত্রিত বাজার পরিদর্শনে আরএমসি’র আধিকারিকরা