নয়াদিল্লি: করোনা ভাইরাস সংক্রমণের বিরুদ্ধে দেশজুড়ে একরকম যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়েছে। কেন্দ্র ও রাজ্য সরকারগুলি নানারকম স্বাস্থ্যবিধি আরোপ করে জনসাধারণকে সতর্ক করতে যথাসাধ্য চেষ্টা করে চলেছেন। করোনার জেরে তিন সপ্তাহের লকডাউন কার্যকরী রয়েছে দেশে। একরকম ঘরে বসেই দিন কাটাতে হচ্ছে দেশবাসীকে। ঘর থেকে অনেকেই অনেক কিছু করছেন। একজন কেন্দ্রীয় মন্ত্রীর পরিবারও নিজেরাই বাড়িতে মাক্স বানানোর কাজ শুরু করেছেন। এমন অনভিপ্রেত ঘটনা শেয়ার করেছেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। মঙ্গলবার টুইট করে তাঁর স্ত্রী এবং মেয়ের কিছু ছবি শেয়ার করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, তাঁর পরিবার ঘরে বসেই মাস্ক তৈরি করছেন। ধর্মেন্দ্র প্রধানের স্ত্রী আর কন্যা সেলাই মেশিনে মাস্কগুলি তৈরি করছেন। পাশে কিছু তৈরি করা মাস্ক পড়ে রয়েছে।
ধর্মেন্দ্র প্রধান টুইটারে লেখেন, ‘আমাদের সকলকে এই কঠিন পরিস্থিতিতে দেশের জন্য কিছু করা উচিত। আমি আমার স্ত্রী এবং মেয়ের জন্য গর্বিত। দেশের অভাবী মানুষদের জন্য ঘরে বসেই মাস্ক বানিয়ে তাদের সুরক্ষার কথা ভাবছেন। এর মাধ্যমে নিজেদের হাতের কাজ আরও একবার ঝালিয়ে নেওয়া হচ্ছে এবং এর থেকে নতুন কিছু শেখাও হচ্ছে। শেখার জন্য এর থেকে আর ভালো সময় হতে পারে না।’ ধর্মেন্দ্র প্রধান দেশের পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস এবং স্টিল মন্ত্রক সামলাচ্ছেন। এর আগেও জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের স্ত্রীর মাস্ক বানানোর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। একজন কেন্দ্রীয় মন্ত্রীর পরিবারের তরফ থেকে দেশের বর্তমান পরিস্থিতির প্রতি সতর্ক মনস্কতা প্রশংসা কুড়িয়েছে বিভিন্ন মহলের।