হবিবপুর: মেয়ের জন্মদিনে রক্তদান শিবিরের আয়োজন করলেন মা-বাবা। আইহো বকসি নগর এলাকার বাসিন্দা অমৃত হালদার তাঁর মেয়ে অরিত্রিকা’র তৃতীয় বর্ষের জন্মদিনে এমন অভিনব রক্তদান শিবিরের আয়োজন করেছেন। অরিত্রিকার মা ও বাবা জানান, বর্তমান পরিস্থিতিতে ব্লাড ব্যাংকে রক্তের ভাড়ার প্রায় শুন্য। মুমূর্ষু অনেক রোগীর পরিজন ছুটছেন রক্তের প্রয়োজনে। তাই তাঁরা চেয়েছিলেন তাঁদের মেয়ে অরিত্রিকার জন্মদিনে কোনও উপহার নয়। উপহার যদি দিতেই হয় তাহলে মুমূর্ষু রোগীদের কথা ভেবে রক্তদানে এগিয়ে আসুন। তাঁদের আহ্বানে সাড়া দিয়ে এদিন সন্ধ্যা পর্যন্ত ২০ জন রক্তদাতা রক্তদান করেছেন। অরিত্রিকার পরিবারের তরফে প্রত্যেক রক্তদাতাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। জন্মদিনে এমন রক্তদান শিবিরের আয়োজনের প্রশংসা করেছেন বিভিন্ন মহল।
আরও পড়ুন : পুকুর খননে দুর্নীতি, কাজ শেষ না করেই টাকা তোলার অভিযোগ