ফরাক্কা: ১৫ মার্চ থেকে শুরু হয়েছে দেশব্যাপী স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি। এই কর্মসূচিকে সফল করতে ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষের তরফে শুরু হয়েছে স্বচ্ছ অভিযান পরিক্রমা। এরই প্রথম ধাপে ফরাক্কা গান্ধিঘাট সংলগ্ন এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজে নামল ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ। প্রত্যেকে দিনে দু’ঘণ্টা করে সময় দিলেই এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা সম্ভব এই সংকল্প নিয়েই আধিকারিক এবং সাধারণ কর্মচারীরা এই অভিযানের শামিল হন এদিন। ফরাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজার অম্বরীশ নায়েক জানান, ১৫ তারিখ থেকে শুরু হয়েছে এই কর্মসূচি। প্রতিবছরই এই কর্মসূচি পালিত হয়। এলাকা তথা সমাজ পরিচ্ছন্ন রাখার বার্তা দিতেই এই কর্মসূচির আয়োজন।
আরও পড়ুন : গোরু পাচার কাণ্ড: হাইকোর্টের রায়ে অস্বস্তিতে অনুব্রত