মুম্বই: ফেব্রুয়ারিতেই গাঁটছড়া বাঁধবেন বলিউড অভিনেতা ফারহান আখতার। দীর্ঘদিন থেকেই প্রেমিকা শিবানী দান্ডেকরের সঙ্গে লিভইন সম্পর্কে ছিলেন তাঁরা। এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেতা। জাভেদ আখতার এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে জানিয়েছেন ফেব্রুয়ারিতেই বিয়ে করছেন ফারহান ও শিবানী। আগামী ২১ ফেব্রুয়ারি রেজিস্ট্রি বিয়ে করবেন এই তারকা জুটি। তারপরই জাভেদ আখতারের খান্ডালার বাড়িতে পরিবার ও কাছের বন্ধুদের জন্য একটি ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করা হবে।
জাভেদ আখতার জানিয়েছেন, বিয়ের সব প্রস্তুতির দায়িত্ব ইভেন্ট ম্যানেজমেন্টকে দেওয়া হয়েছে। তবে করোনার জেরে ফারহান আখতারের বিয়েতে কোনও রকমের বাড়তি আয়োজন করা হবে না। বর্তমানে যে পরিস্থিতি রয়েছে তাতে বড় কোনও সেলিব্রেশনের কথা ভাবা যাচ্ছে না। তাই হাতে গোনা কিছু মানুষকে আমন্ত্রণ জানানো হচ্ছে। খুবই সাধারণভাবে অনুষ্ঠান করা হবে। এখনও পর্যন্ত কারও কাছেই আমন্ত্রণ পত্র পাঠানো হয়নি। শিবানীর সম্পর্কে জাভেদ আখতার জানান, বউমা হিসেবে শিবানীকে খুবই ভালো মেয়ে। তাঁকে সকলেই খুব পছন্দ করে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ফারহান আর ওর মধ্যে দারুণ মিল।
আরও পড়ুন : সার্জারির পর হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন কমেডিয়ান সুনীল