নয়াদিল্লি: কৃষি বিলের বিরোধীতায় বিক্ষোভ প্রদর্শন করে দিল্লিতে ইন্ডিয়া গেটের সামনে পুড়িয়ে দেওয়া হল ট্রাক্টর। সোমবার সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল রাজধানীতে। পরে পুলিশ ও দমকল পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
রবিবার তিনটি বিলে স্বাক্ষর করে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এর আগের রবিবার সংসদে পাশ হয় তিনটি বিল। রাত পোহাতেই রাজধানীতে শুরু হয় কৃষক বিক্ষোভ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে ইন্ডিয়া গেটের সামনে ১৫-২০ জন কৃষকের একটি দল জড়ো হয়ে একটি ট্রাক্টরে আগুন লাগিয়ে দেন। পুলিশের বক্তব্য, কংগ্রেসের সমর্থনে বিক্ষোভও চলতে থাকে। পরে পুলিশ ও দমকল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের তরফে জানানো হয়েছে, বিক্ষোভকারীদের চিহ্নিত করার কাজ চলছে।
#WATCH: Punjab Youth Congress workers stage a protest against the farm laws near India Gate in Delhi. A tractor was also set ablaze. pic.twitter.com/iA5z6WLGXR
— ANI (@ANI) September 28, 2020
দিল্লির পাশাপাশি পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশেও চলছে কৃষকদের প্রতিবাদ-আন্দোলন। পঞ্জাবে অমৃতসর-দিল্লি রেললাইনের উপর অবস্থান বিক্ষোভ শামিল হয়েছেন কৃষকরা।