পারডুবি ও ঘোকসাডাঙ্গা: কোচবিহার জেলার আলু, পাট, ধান চাষি সংগ্রাম কমিটির তরফে মাথাভাঙ্গা-২ এর বিডিও ও সহ কৃষি অধিকর্তাকে স্মারকলিপি দেওয়া হল।
সংগঠনের পক্ষে মানিক রায় জানান, সম্প্রতি ঝর ও শিলা বৃষ্টিতে ধান, পাট সহ শাক সবজিতে ব্যাপক ক্ষতি হয়েছে। সেজন্য ৬ দফা দাবিতে অর্থাৎ ঝড়ে ক্ষতিগ্রস্ত সকলের ত্রানের ব্যবস্থা করতে হবে, কৃষকদের কৃষি ঋণ মুকুব করা, ১০০ দিনের কাজে খেত মজুরদের বঞ্চিত করা চলবে না, সরকারি প্রকল্পের ঘর প্রকৃত গরিবদের দেওয়া, রাসায়নিক সারের কালোবাজারি ও মজুতদারী বন্ধ করার দাবি জানানো হয়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে ব্যবস্থা গ্রহণের চেষ্টা করা হচ্ছে।
আরও পড়ুন : স্কুলে সাকুল্যে শিক্ষক একজন, তিনিও অনুপস্থিত, বিপাকে পড়ুয়ারা