রায়গঞ্জ: সারের দাম বেশি নেওয়ার অভিযোগ উঠল রায়গঞ্জ ব্লকের বিন্দোলে। এই অভিযোগে শুক্রবার বিক্ষোভ দেখান কৃষকরা। তাঁদের বক্তব্য, সার ব্যবসায়ীরা প্রতি বস্তা সারে ৮০০-৯০০ টাকা বেশি নিচ্ছেন। সেকারণে এদিন বিন্দোলের কয়েকশো কৃষক সারের দোকান ঘেরাও করে বিক্ষোভ দেখান। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কৃষি দপ্তরের আধিকারিকেরা। শেখ আব্বাসউদ্দিন নাম এক কৃষক বলেন, নির্ধারিত দামের চেয়ে বেশি নেওয়া হচ্ছে। প্রতিটি বস্তা সারে ৮০০-৯০০ টাকা বেশি নেওয়া হচ্ছে। একই অভিযোগ সামসুল হক, মহম্মদ জৈনুল সহ অন্য কৃষকদের। কৃষি আধিকারিক দিব্যেন্দু রায় বলেন, ‘অভিযোগ পেয়ে বিন্দোলে এসেছি। এসে দেখছি দোকান বন্ধ। নির্ধারিত দামের চেয়ে কোনও ব্যবসায়ী সারের দাম এক টাকাও বেশি নিলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।‘
আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার ২
রায়গঞ্জ: অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র সহ দুজনকে গ্রেপ্তার করল ইটাহার থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম ফৈজুদ্দিন আহমেদ ও শরিফুল...
Read more