নয়াদিল্লি: তিন কৃষি আইন বাতিলের দাবিতে কেন্দ্রের সঙ্গে কৃষক সংগঠনগুলির নবম দফার বৈঠকেও কোনও সমাধানসূত্র মিলল না। ফের ১৯ জানুয়ারি, অর্থাৎ মঙ্গলবার দশম দফার বৈঠক অনুষ্ঠিত হবে।
কৃষক সংগঠনের নেতাদের অভিযোগ, আন্দোলনে যাঁরা নানাভাবে সাহায্য করছেন, তাঁদের বিরুদ্ধে এনআইএকে কাজে লাগানো হচ্ছে। কেন্দ্রের তিন কৃষি আইন বাতিলের প্রতিবাদে সরব হয়েছেন কৃষকরা। একের পর এক বৈঠকেও কোনও সমাধান মেলেনি। সিংঘু বর্ডার সহ দিল্লির বিভিন্ন সীমানায় প্রতিবাদ আন্দোলনে শামিল হয়েছেন কৃষকরা। ইতিমধ্যে আন্দোলনে শামিল বহু কৃষকের মৃত্যু হয়েছে। এবার দশম দফার বৈঠকে কোনও সমাধান মেলে কিনা সেটাই এখন দেখার।
- Advertisement -