নয়ারহাট: সারের কালোবাজারি ও চড়া দাম নিয়ে ক্ষোভ ছড়িয়েছে উত্তরের নানা প্রান্তে। সারের কালোবাজারি রুখতে ও সারের ন্যায্য মূল্যের দাবিতে বুধবার চাষিদের একাংশ আন্দোলনে শামিল হন শিকারপুর গ্রাম পঞ্চায়েতের প্রেমচাঁদের হাট এলাকায়। এদিন মাথাভাঙ্গা-মায়নাগুড়ি ১৬ নম্বর রাজ্য সড়ক অবরোধ করা হয়। প্রায় ঘণ্টা খানেক ধরে চলা অবরোধের জেরে রাজ্য সড়কে তীব্র যানজট তৈরি হয়। ভোগান্তির শিকার হয় সাধারণ মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে যান মাথাভাঙ্গা-১ বিডিও সম্বল ঝাঁ, কৃষি দপ্তরের আধিকারিক ও মাথাভাঙ্গা থানার পুলিশ। শেষ পর্যন্ত পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয়। যানজটমুক্ত হয় রাজ্য সড়ক। এদিন সকাল থেকেই প্রেমচাঁদের হাট সংলগ্ন একটি গোডাউনের সামনে সারের জন্য ভিড় জমান কয়েকশো চাষি। কিন্তু সার না পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন চাষিরা। ঘটনার প্রতিবাদে এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার লক্ষ্যে পথ অবরোধে শামিল হন তাঁরা। বিক্ষোভকারীদের বক্তব্য, টাকা দিয়েও সার পাওয়া যাচ্ছে না। দিনের পর দিন তাঁদের হয়রানি করা হচ্ছে। সারের দামও বেজায় চড়া। বাধ্য হয়ে তাঁরা আন্দোলনের পথ বেছে নিয়েছেন। চাষিদের সমস্যা মেটাতে প্রশাসনকে দ্রুত পদক্ষেপ করার আবেদন জানানো হয়েছে। অবশেষে ঘটনাস্থলে পৌঁছে প্রশাসন চাষিদের সঙ্গে আলোচনায় বসলে অবরোধ উঠে যায়।
রাসায়নিক সারের কালোবাজারি রুখতে বিক্ষোভ
ডালখোলা: রাসায়নিক সারের কালোবাজারি রুখতে পথে নামল সারা ভারত কিষান ও খেত মজদুর সংগঠন। সোমবার উত্তর দিনাজপুরের (Uttar Dinajpur) করণদিঘির...
Read more