নয়াদিল্লি: দশম দফার বৈঠকেও মিলল না সুরাহা। জারি থাকল কৃষক আন্দোলনের অচলাবস্থা। কেন্দ্রের সঙ্গে বৈঠকের পর দেড় বছরের জন্য কৃষি আইন স্থগিত রাখার কথা জানানো হয়। তবে, তাতেও নারাজ কৃষক সংগঠনগুলি। ফলে শুক্রবার ফের একবার বৈঠক করতে চলেছে কেন্দ্র।
চলতি মাসের ২০ তারিখ কৃষক সংগঠনগুলির সঙ্গে কেন্দ্রের দশম দফার বৈঠক হয়। সেখানে তিনটি কৃষি আইন দেড় বছরের জন্য কার্যকর করা হবে না বলে কৃষকদের সামনে প্রস্তাব রাখে কেন্দ্র। সেই বিষয়টি বিবেচনা করে দেখা হবে বলে জানিয়েছিল কৃষক সংগঠনগুলি। কিন্তু পরে সরকারের এই প্রস্তাব তারা মানছে না বলে জানায় সংযুক্ত কিষান মোর্চা। পাশাপাশি নয়া আইন সম্পূর্ণ প্রত্যাহার এবং ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে আইনি মুচলেকার দাবিতেই অনড় থাকল কৃষক সংগঠনগুলি।
শুক্রবার ফের একবার বৈঠকে বসতে চলেছে কেন্দ্র। তবে, এই বৈঠকেও কতটা কি সুরাহা মিলবে, সেদিকেই তাকিয়ে রয়েছে কৃষক সংগঠনগুলি সহ দেশবাসী।