নয়াদিল্লি: কৃষক বিক্ষোভে যেতে বিরোধী সাংসদদের যেতে বাধা দিল্লি পুলিশের। বৃহস্পতিবার ১৫ জন বিরোধী সাংসদ দিল্লি-উত্তরপ্রদেশ সীমানার গাজিপুরে কৃষকদের বিক্ষোভস্থলে যেতে উদ্যোগী হন এদের মধ্যে ছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়, এনসিপি নেত্রী সুপ্রিয়া সুলে সহ বাকিরা। কিন্তু, দিল্লি পুলিশ তাঁদের ঘটনাস্থলে যেতে বাধা দেয়। পরে অবশ্য চাপে পড়ে সিংঘু সীমানা থেকে পথে পোঁতা পেরেক তুলে নেয় পুলিশ।
বিক্ষোভস্থল থেকে প্রায় ১ কিলোমিটার দূরে নামিয়ে দেওয়া হয় সাংসদদের। অভিযোগ, কংক্রিটের ব্যারিকেড, কাঁটাতারের বেড়া ও রাস্তায় পেরেক পুঁতে কৃষক আন্দোলনকে আটকানোর চেষ্টা করছে কেন্দ্র সরকার।সরকারের দমনমূলক পদক্ষেপের জেরে কৃষকরা জানিয়েছেন, দেশজুড়ে শনিবার চাক্কা জ্যাম হবেই। এমন চলতে থাকলে ও সরকার তাঁদের দাবি না মানলে আন্দোলন অন্তত অক্টোবর পর্যন্ত চলবে।
- Advertisement -