ওয়াশিংটন: ডাকাত ভেবে নিজের মেয়েকেই গুলি করে খুন করল বাবা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে আমেরিকার ওহাইওতে। মৃত সন্তানের নাম জেন হেয়ার্স্টন। সম্প্রতি আমেরিকায় বন্দুক নিয়ে হিংসার ঘটনা বহুলাংশে বেড়ে গিয়েছে। এই ঘটনায় ফের একবার বন্দুক নিয়ে হিংসার ছবিটা সামনে চলে এল বলে মনে করা হচ্ছে। জেন হেয়ার্স্টনের বয়স ১৬ বছর।
পুলিশ সুত্রে জানা গিয়েছে, তড়িঘড়ি তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। ঘটনার পরই জেনের মা জরুরি পরিষেবায় ফোন করে সাহায্যের আর্জি জানান। স্থানীয় সংবাদ পত্র সূত্রে জানা গেছে, মর্মান্তিক এই ঘটনার পর পুরোপুরি ভেঙে পড়েছে মেয়েটির পরিবার। তথ্য বলছে চলতি বছর মার্কিন যুক্তরাষ্ট্রে বন্দুকের গুলিতে নিহত হয়েছেন ৪৪ হাজার জনেরও বেশি। যার মধ্যে আত্মহত্যার সংখ্যাও রয়েছে। বন্দুকের গুলিতে নাবালকদের মৃত্যুর সংখ্যাটাও চমকে দেওয়ার মত। একবছরে মোট ১৫১৭ জন নাবালকের গুলিতে মৃত্যু হয়েছে। এই ঘটনায় আমেরিকার বন্দুক নীতি নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে।