জলপাইগুড়ি: নাবালিকাকে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। দেড় মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে ওই নাবালিকা। এরপরই বিষয়টি জানাজানি হয়। জলপাইগুড়ির(Jalpaiguri) ঘটনা। এদিকে অধ্যাপক বাবার এমন কর্মকাণ্ডে নিন্দার ঝড় উঠেছে শিক্ষক মহলে। নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গিয়েছে, নাবালিকা অভিযুক্তের সৎ মেয়ে। দীর্ঘদিন ধরে মেয়েকে ভয় দেখিয়ে ওই অধ্যাপক এই ঘটনা ঘটায়। বাবার ভয়ে কারও সামনে মুখ খোলেনি নাবালিকা। সম্প্রতি সে অসুস্থ হয়ে পড়ে। শারীরিক পরীক্ষা করালে নাবালিকার মা জানতে পারেন, মেয়ে দেড় মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। এরপরই সমস্ত ঘটনা জানতে পারেন তিনি। স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা। অভিযোগের ভিত্তিতে জলপাইগুড়ি মহিলা থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। পকসো আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার অভিযুক্তকে জলপাইগুড়ি আদালতে তোলা হয়। ঘটনার তদন্ত করছে পুলিশ।