রায়গঞ্জ:বৌমাকে মারধরের অভিযোগে অভিযুক্ত শ্বশুরকে গ্রেপ্তার করলো রায়গঞ্জ থানার পুলিশ। শ্বশুরু কংগ্রেস বর্মণ মড়াটুলি এলাকার বাসিন্দা। পুলিশ সুত্রে জানা গিয়েছে, তার ছোটো বৌমা রিয়া বর্মণকে বেধড়ক মারধর করায় তিনি শ্বশুরের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। রায়গঞ্জ মহিলা থানার আইসি ডিক্কি লামা ভুটিয়া জানান, বৌমার অভিযোগের ভিত্তিতে শ্বশুরকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
দুঃস্থদের সাহায্যের নামে কোটি টাকার প্রতারণা!
চাঁচল: মোটা অংকের টাকা পাইয়ে দেওয়ার নামে গতবছর জানুয়ারি মাসে ব্যাংকের একটি শাখা খুলেছিল চাঁচলের এক বাসিন্দা ফারুক প্যাটেল। গ্রাহকদের...
Read more