বর্ধমান ২২ মার্চঃ সপাটে চড় কষিয়ে নিজের বাবাকে প্রাণে মারার অভিযোগ উঠলো ছেলের বিরুদ্ধে। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের রায়নার গোপিনাথপুর গ্রামে। মৃতর নাম সুশান্ত মালিক (৫৫)। মৃতদেহ উদ্ধারের পাশাপাশি পুলিশ অভিযুক্ত ছেলে অসীত মালিককে করে ঘটনার তদন্ত শুরু আটক করেছে। অভিযুক্তের শাস্তির দাবি করেছেন মৃতের প্রতিবেশীরা।
মৃতের দাদা দেবু মালিক জানিয়েছেন, এদিন দুপুরে বাড়িতে স্ত্রীর সঙ্গে অসীতের ঝগড়া অশান্তি চরমে ওঠে। তা দেখে থাকতে না পেরে তাঁর দাদা সুশান্ত ঝগড়া থামাতে যায়। তখনই ভাইপো অসীত বাবার গালে সপাটে চড় কষিয়ে মারে। সেখানেই লুটিয়ে পড়ে সুশান্তবাবু। তাঁকে উদ্ধার করে দ্রুত রায়না ব্লক প্রাথমিক স্বাস্থকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সুশান্ত মালিককে মৃত ঘোষনা করেন। রায়না থানার পুলিশ জানিয়েছে, মৃতর ছেলেকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। যদিও পরিবারে তরফে কেউ এখনও অভিযোগ দায়ের করেনি।