ডিজিটাল ডেস্ক : নাবালিকা ধর্ষণের ঘটনা এ রাজ্যের যত্রতত্র শোনা যাচ্ছে। এবার রানাঘাটের নিউ সিআরআই এলাকায় ঘটে গেল ন্যাক্কারজনক ঘটনা। জানা গিয়েছে নিজের মেয়েকে ক্রমাগত ধর্ষণ করে গিয়েছেন বাবা। পাশাপাশি ঘটনাটি প্রকাশ্যে আসলে ওই কিশোরীকে প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়। ইতিমধ্যেই মেয়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশি সূত্রে খবর, অভিযুক্তের নাম সঞ্জয় মল্লিক। বছর দশেক আগে বাবার কাছে মেয়েকে রেখে বাড়ি ছেড়েছিলেন সঞ্জয়ের স্ত্রী। কিছুদিন আগে তিনি হাবড়া থানার অম্বিকা চক্রবর্তী সরণি এলাকায় থাকতে শুরু করেন। মেয়ে মায়ের কাছে যাওয়ার পরেই এই ঘটনা প্রকাশ্যে আসে এবং জানা যায় কিশোরী অন্তঃসত্ত্বা। ঘটনা প্রকাশ্যে আসায় রীতিমতো হতবাক হয়ে পড়েছে সবাই। অভিযুক্তের কড়া শাস্তির দাবী উঠেছে।
আরও পড়ুন : রেললাইন দিয়ে হেঁটে যাচ্ছিলেন যুবক, ঘটে গেল মর্মান্তিক ঘটনা