স্বরূপ বিশ্বাস, কলকাতা: গরিবদের চাল-গম বণ্টনে এফসিআইয়ের সংশ্লিষ্ট কমিটির চেয়ারম্যান করা হল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। সাংসদ হিসেবে তিনি ওই পদ পেয়েছেন। ওই কমিটি রাজ্যে কেন্দ্রীয় সরকারের দেওয়া চাল, গমের বণ্টনের তদারকি করবে। কোথায় কোথায় গরিব মানুষকে কতটা পরিমাণ চাল, গম দেওয়া হবে, ওই কমিটিই তা নির্ধারণ করবে।
দিলীপবাবু ছাড়াও আরও পাঁচ থেকে ছয় জন রয়েছেন ওই কমিটিতে। এফসিআই রাজ্য সরকারের সঙ্গে পরামর্শ করেই কাজ করে থাকে। এক্ষেত্রে দিলীপবাবুকে এই সংক্রান্ত কমিটির মাথায় বসানোই তাই প্রশ্ন উঠেছে। আসলে এই খাদ্যপণ্য বণ্টনে দলবাজি রুখতেই বিজেপি সাংসদকে চেযারম্যান করে কমিটি গড়া হল বলে মনে করা হচ্ছে।
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও বলেন, আসলে রাজ্যে এই ধরনের বণ্টন নিয়ে অতীতে নানা দলবাজির অভিযোগ উঠেছিল। রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে এই অভিযোগ করা হয়। আমার মনে হয়, এসব যাতে আর না ঘটে, তার জন্যই হয়তো এই কমিটি গঠন করা হয়েছে। আমরা সাত থেকে আটজন কমিটিতে আছি। আজ রাতে রাজ্যে এফসিআই-এর চেয়ারম্যানকে ডেকেছি এই বিষয়ে কথাবার্তা বলতে।
দেশের এই সংকটময় পরিস্থিতিতে গরিব মানুষদের চাল, গম দিয়ে সাহায্যের কর্মসূচি নিয়েছে কেন্দ্র। এই খাদ্যপণ্য বণ্টনের জন্য বিশেষ তদারকি ও নজরদারি করতে চায় সরকার। দিলীপবাবু জানান, রাজ্যে এফসিআইয়ের গুদামগুলিতে কী পরিমাণ চাল, গম মজুত আছে, তা জানতে কর্তপক্ষের সঙ্গে কথা বলব। জেলা ধরে ধরে খাদ্যদ্রব্য বণ্টন করা হবে। জেলাস্তরেও খোঁজখবর নেওয়া হবে। কত সংখ্যক মানুষ এই সুবিধা পাবেন, তা খতিয়ে দেখা হবে। জেলা প্রশাসনগুলির সঙ্গেও কথা বলব। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, কী পরিমাণ চাল, গম এফসিআইয়ের গুদামগুলিতে মজুত আছে, তা দেখে নেওয়া।