ডিজিটাল ডেস্ক : মর্মান্তিক ঘটনা ঘটে গেল সোদপুরে। বাড়িতে একাই থাকতেন মঞ্জুলা সরকার। করতেন ব্যাংকে চাকরি। দুদিন বাড়ি বন্ধ থাকার পর সোমবার বাড়ি থেকে বোটকা গন্ধ বের হতে শুরু করে। সন্দেহ হয় পড়শীদের। খবর দেওয়া হয় পুলিশকে। এবং পুলিশ এসে দরজা ভেঙে উদ্ধার করে মঞ্জুলা সরকারের মৃতদেহ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঞ্জুলা সরকারের বয়স প্রায় ষাটের কাছাকাছি। তিনি ৪০ বছর ধরে সোদপুরের অরবিন্দ পল্লীতে বাস করেন। শনিবার শেষ তাঁকে দেখা গিয়েছিল বাড়ির বাইরে বলে জানান এলাকাবাসী। পুলিশ ইতিমধ্যে দেহ ময়না তদন্তে পাঠিয়েছে। পাশাপাশি এটি আত্মহত্যা না খুন তাই নিয়ে চলছে জল্পনা। এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এই ঘটনায়। পুরো বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন : সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার ৫