লখনউ: ষাঁড়ের ধাক্কায় মৃত্যু হল এক মহিলা পুলিশ কনস্টেবলের। উত্তরপ্রদেশের(Uttar Pradesh) হারদোই জেলার ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলা কনস্টেবলের নাম উপাসনা কুশওয়াহা (২৩)।
হরপালপুরের এসএইচও উমাকান্ত দীপক জানান, উপাসনা তাঁর বাবা শ্যাম সিংয়ের সঙ্গে বাইকে চড়ে বাড়ি যাচ্ছিলেন। সান্দি রোডে শাহবুদ্দিনপুরের কাছে একটি ষাঁড়ের সঙ্গে তাঁদের বাইকের সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সংঘর্ষ হওয়ার পর উপাসনা বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে যান। তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে। উপাসনাকে কেজিএমইউ ট্রমা সেন্টারে রেফার করা হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর বাবা শ্যাম হারদোই জেলা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।