ডিজিটাল ডেস্কঃ বন্ধু হোক কিংবা সহকর্মী, পরিবার হোক কিংবা পরিজন, মহিলারা যে কোথাও নিরাপদ নন, সেকথা বারবার প্রমাণিত হচ্ছে। এবার সহকর্মীর হেনস্থার মুখে পড়লেন এক দন্ত চিকিৎসক। হেনস্থা সহ্য করতে না পেরে মহিলা দন্ত চিকিৎসক করলেন আত্মহত্যা। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। জানা গিয়েছে, মহিলা চিকিৎসকের বাড়ি
উত্তরপ্রদেশের (Uttar Pradesh) লখনৌতে। কর্মসূত্রে তিনি বেঙ্গালুরু থাকেন।
সেখানকার একটি হাসপাতালে তিনি ডাক্তারি করেন। সূত্রের খবর, ওই হাসপাতালেই তাঁর এক সহকর্মী তাঁকে ক্রমাগত বিয়ের জন্য চাপ দিচ্ছিল বলে জানা গিয়েছে। পাশাপাশি জোর করে ধূমপান এবং মদ্যপান করানোরও অভিযোগ উঠেছে। পুলিশি সূত্রে জানা গিয়েছে, মহিলা চিকিৎসকের সম্মানহানি করতে হাসপাতালে নানান গুজব রটানো হয়েছিল, যার ফলে মানসিকভাবে ভেঙে পড়েন ওই মহিলা চিকিৎসক। শেষ পর্যন্ত আর কোন রাস্তা না পেয়ে তিনি আত্মহত্যা করেন বলেই মনে করছে পুলিশ। পুলিশ ইতিমধ্যেই এই মৃত্যুর তদন্ত শুরু করেছে। অভিযুক্তের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। এই আত্মহত্যার পেছনে আরও বড় কোনো কারণ আছে কিনা তা পুলিশ খতিয়ে দেখছে।