নাগরাকাটা: চা বাগানে কাজ করার সময়ে চিতাবাঘের হামলায় জখম হলেন এক মহিলা শ্রমিক। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে নাগরাকাটার চ্যাংমারি চা বাগানের আপার ডিভিশনে। জখম শ্রমিকের নাম পূর্ণিমা ওরাওঁ। এদিন সকালে পিডি-৯৩ সেকশনের ইউডিপিডি ব্লকে কাঁচা পাতা তোলার কাজ চলছিল। সেসময় একটি চিতাবাঘ অস্থায়ী শ্রমিক পূর্ণিমার ওপর ঝাঁপিয়ে পড়ে। তার মাথায় থাবা বসিয়ে দেয়। কোনওরকমে নিজেকে চিতাবাঘের কবল থেকে মুক্ত করেন তিনি। এরপর আশপাশের চা শ্রমিকরা তাঁকে উদ্ধার করে বাগানের হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁর প্রাথমিক চিকিৎসার পর বন দপ্তরের খুনিয়া রেঞ্জের কর্মীরা এসে পূর্ণিমাকে সুলকাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়।
বাগান সূত্রে জানা গিয়েছে, আপার ডিভিশনের ওই এলাকায় বেশ কয়েকদিন ধরেই শ্রমিকরা চিতাবাঘের আনাগোনা টের পাচ্ছিলেন। এদিনের ঘটনার পর এলাকায় আতঙ্ক বেড়েছে। চ্যাংমারির লোয়ার ডিভিশনের ইনচার্জ সঞ্জীব দেবনাথ বলেন, ‘চিতাবাঘটির শাবক রয়েছে কিনা পরিষ্কার নয়। সমস্ত রকম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
আরও পড়ুনঃ স্বর্ণ জয়ন্তীর টাকা তছরুপের অভিযোগে গ্রেপ্তার মহিলা