কলকাতা : এটিকে মোহনবাগানের বর্তমান যা পরিস্থিতি জটাযু দেখলে নির্ঘাৎ বলতেন, গোয়ায় গণ্ডগোল।
চলতি মরশুমে আইএসএলের অর্ধেক রাস্তাও পার হয়নি, চার ম্যাচে জয়হীন সবুজ-মেরুনের কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন অ্যান্তোনিও লোপেজ হাবাস। স্প্যানিশ কোচের হঠাৎ বিদায় যতটা অবাক করার, তারচেয়ে বেশি চমকপ্রদ তাঁর ছেড়ে যাওয়া জুতোয় এফসি গোয়ার হুয়ান ফেরান্দোর পা গলানো।
হাবাস গেলেন, ফেরান্দো এলেন- ব্যাপারগুলি এতই দ্রুততার সঙ্গে ঘটছে যে তা হার মানাবে দক্ষ কোনও পরিচালকের থ্রিলার সিনেমাকেও। মাঠ ছেড়ে মাঠের বাইরে নানা ঘটনার পারদ এমন পর্যায়ে চড়তে শুরু করেছে যে সবুজ-মেরুন সমর্থকরা হয়তো ভুলতে বসেছেন মঙ্গলবার নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে খেলবেন রয় কৃষ্ণারা!
খালিদ জামিলের নর্থ ইস্টের বিরুদ্ধে নামার ঠিক ২৪ ঘণ্টা আগে সরকারীভাবে এটিকে মোহনবাগানের তরফে ফেরান্দোর নাম ঘোষণা করা হল নতুন কোচ হিসেবে। তার ঠিক কয়েকঘণ্টা আগে ফেরান্দোর নিষ্ক্রমণের খবরে সিলমোহর দিয়েছে এফসি গোয়াও। সেখানে ফের একবার ক্লাবের অন্যতম কর্ণধার অক্ষয় ট্যান্ডনের বক্তব্যের ছায়া ফুটে উঠেছে ক্লাবের বিবৃতিতে। এফসি গোয়ার তরফে ফুটবল ডিরেক্টর রবি পুষ্কর স্পষ্ট জানিয়েছেন, মাঝ-মরশুমে ফেরান্দোর ক্লাব ছাড়ার সিদ্ধান্ত তাঁদের কাছে সম্পূর্ণ অপ্রত্যাশিত এবং তাঁরা হতবাক।
বিস্মিত আইএসএলের অনুরাগীরাও। বিপক্ষ দলের কোচ ভাঙিয়ে নিয়ে আসার ঘটনা এর আগে আই লিগে দেখা গেলও আইএসএলের ইতিহাসে এমন নজির এই প্রথম। সাম্প্রতিক অতীতে ২০১১-১২ মরশুমে আই লিগ চলাকালীন সালগাঁওকার থেকে করিম বেঞ্চারিফাকে ভাঙিয়ে নিয়ে এসে দলের কোচ করে দিয়েছিলেন মোহনবাগান কর্তারা। ফেরান্দোর ক্ষেত্রেও সেই ঘটনার পুনরাবৃত্তি দেখল ভারতীয় ফুটবল।
সবুজ-মেরুনের কোচ হিসেবে নাম ঘোষণার পরেই সমর্থকদের মন জয়ের বার্তা দিয়েছেন ৪০ বছরের হুয়ান ফেরান্দো। হাবাসের উত্তরসূরীর কথায়, প্রথমদিন থেকে একশো দশ শতাংশ দেওয়ার চেষ্টা করব যাতে সমর্থকরা সেরা মানের ফুটবল উপভোগ করতে পারেন। দলের ভিতর থেকে সেরাটুকু বের করে আনাই তাঁর সামগ্রিক চেষ্টা থাকবে বলেও জানান স্প্যানিশ কোচ।
বায়োবাবলের মধ্যে থাকার দরুন সবুজ-মেরুন শিবিরে যোগ দিলেও কোনও কোয়ারান্টিন-পিরিয়ডে যেতে হচ্ছে না ফেরান্দোকে। আইএসএল কর্তৃপক্ষের তরফে আগেই অনুমতি এসে গিয়েছিল। টিম ম্যানেজমেন্টের সবুজ-সংকেতও মিলে গিয়েছে। ফলে নতুন কোচের ডাগআউটে বসতেও কোনও সমস্যা নেই। ফলে মঙ্গলবার নর্থ ইস্ট ম্যাচ থেকেই এটিকে মোহনবাগানে শুরু হতে চলেছে ফেরান্দো-যুগ।
সবুজ-মেরুনে অভিষেকে ফুলের চেয়ে কাঁটার মুকুটই বেশি অপেক্ষা করছে স্প্যানিশ কোচের জন্য। শেষ চার ম্যাচে জয়হীন দল। প্রতি ম্যাচে নিয়ম করে গোলহজম করছে বাগানের ডিফেন্স। হুগো বৌমোস, জনি কাউকো, লিস্টন কোলাসোদের দিয়ে সাজানো বাগানের মাঝমাঠও ছন্দহীন। উলটোদিকে শেষ ম্যাচে এসসি ইস্টবেঙ্গলকে হারিয়ে ফুটছে খালিদের নর্থ ইস্ট ইউনাইটেড।
কঠিন চ্যালেঞ্জের মুখে প্রীতম কোটালদের বাড়তি দায়িত্ব নেওয়ার বার্তা দিয়েছেন ফেরান্দোর সহকারী ম্যানুয়েল ক্যাসক্যালানা ও বাস্তব রায়। তাঁরা বলেন, আমরা শুধু খাতায় কলমে নই, পারফরমেন্সেও সেরা দল সেটা মাঠে নেমে ফুটবলারদের প্রমাণ করতে হবে।
ফেরান্দো-র আগমনে কৃষ্ণাদের খেলায় সেই প্রমাণের তাগিদ ফেরে কি না সেটাই এখন দেখার।
লাইক করুন আমাদের ফেইসবুক পেজ : https://www.facebook.com/uttarbangasambadofficial