জয়গাঁ: জেডিএ-র তরফে বৃহস্পতিবার গোলাবী দেবী ভবনে টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ দেওয়া হয়। সকাল থেকেই টিকা নিতে হাজির হয়েছিলেন প্রচুর মানুষ। তবে সকাল গড়িয়ে দুপুর হলেও টিকা না মেলায় ক্ষোভ ছড়িয়ে পড়ে লাইনে দাঁড়িয়ে থাকা আমজনতার মধ্যে। শেষ অবধি স্পষ্ট হয়, সেখানে এদিন টিকা দেওয়া হবে না। এতেই বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। যদিও কিছু সময় বাদেই বিক্ষোভ তুলে নেন তাঁরা। অন্যদিকে, এদিন বিক্ষোভকারীদের একাংশের মুখেই দেখা যায়নি মাস্ক। ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে রাজ্যের বিধিনিষেধ কতটা কার্যকর হচ্ছে তা নিয়ে।
গোলাবী দেবী ভবনে ভ্যাকসিন দেওয়া হবে না, বিষয়টি আগে জানানো হয়নি বলে স্বীকার করেছেন জেডিএ-র এইও ভূষণ শেরপা। তিনি জানান, ১৫-১৮ বছর বয়সিদের টিকা দেওয়া হচ্ছে। তাই প্রাপ্তবয়স্কদের টিকা দেওয়া হচ্ছে না। কিছুদিন পর থেকে প্রাপ্তবয়স্কদের টিকা দেওয়ার কাজ ফের শুরু হবে। তিনি আরও জানিয়েছেন, ওমিক্রণ মোকাবিলায় এদিন জেডিএ-তে প্রশাসনিক বৈঠক আয়োজন হয়েছিল। তাঁর কথায়, জয়গাঁজুড়ে সচেতনতা অভিযান চলছে। যারা মুখে মাস্ক পরবে না তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।