বেলজিয়াম-৩ (লুকাকু-২, মার্টিন্স) পানামা-০
সোচি, ১৮ জুনঃ পানামার বিরুদ্ধে ৩-০ গোলে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল বেলজিয়াম। পানামার ডিফেন্সিভ ফুটবল বিরতির আগে চাপে রেখেছিল বেলজিযামকে। কিন্তু ৪৭ মিনিটে ড্রাইস মাটিন্সের গোলের পর আর তাদের রোখা যায়নি। পরে ছয় মিনিটের ব্যবধানে জোড়া গোল দিয়ে রোমেলু লুকাকু প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা পানামাকে বিধ্বস্ত করে দেয়।
- Advertisement -