দোহা: কাতার বিশ্বকাপে সাম্বা ঝলক। সুইজারল্যান্ডকে ১ গোলে হারিয়ে নকআউটে পৌঁছে গেল ব্রাজিল(Brazil)। সোমবার গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। এদিন ৪-৩-৩ ছকে দল সাজিয়েছিলেন ব্রাজিলের কোচ টিটে। অন্যদিকে, ৪-২-৩-১ ছকে দল সাজিয়েছিলেন সুইজারল্যান্ড কোচ ইয়াকিন। নকআউটে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ এই ম্যাচে শুরু থেকেই আক্রমণ শানাতে থাকে দুই দল। তবে প্রথমার্ধ গোলশূন্যভাবেই শেষ হয়। মাঝে ভিনিসিয়াস জুনিয়রের দুর্দান্ত একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। দ্বিতীয়ার্ধে ব্রাজিলের খেলায় দেখা যায় সাম্বার ঝলক। চোটের জন্য নেইমার না থাকলেও রিচার্লিসন, ভিনিসিয়াস, ক্যাসিমিরোরা তাঁর অভাব বুঝতে দেননি। ৮৩ মিনিটে দূরপাল্লার কিকে গোল করেন ক্যাসিমিরো। সেই গোল তাকিয়ে দেখা ছাড়া সুইস গোলরক্ষক সমারের কিছু করার ছিল না। সংযোজিত সময়ে দুই দল চেষ্টা করলেও কোনও গোল হয়নি। ম্যাচে বেশ কয়েকটি দুর্দান্ত সেভ করেন সুইস গোলরক্ষক। শেষ পর্যন্ত ১-০ গোলে ম্যাচ জেতেন রিচার্লিসনরা। ২ ম্যাচ জিতে ব্রাজিলের পয়েন্ট ৬। এই জয়ের ফলে শেষ ১৬-তে পৌঁছে গেল সেলেকাওরা।
আরও পড়ুনঃ মেক্সিকোর বিরুদ্ধে জিতে আপ্লুত, ড্রেসিংরুমে অভিনব কায়দায় সেলিব্রেশন মেসির!