দোহা: কানাডাকে ৪-১ গোলে হারাল ক্রোয়েশিয়া। রবিবার কাতারের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বিশ্বকাপের (FIFA World Cup 2022) গ্রুপ পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দেশ। এদিন ৪-৩-৩ ছকে দল সাজিয়েছিলেন ক্রোয়েশিয়ার কোচ ডালিচ। অন্যদিকে, ৪-৪-২ ছকে দল সাজিয়েছিলেন কানাডার কোচ হার্ডম্যান। কথায় বলে, মর্নিং শোজ দ্য ডে, কিন্তু এদিনের ম্যাচ দেখে তা বোঝার উপায় নেই। এদিন ম্যাচের মাত্র ২ মিনিটের মাথায় গোল করে কানাডাকে এগিয়ে দিয়েছিলেন আলফোন্সো ডেভিস। প্রথমার্ধের শুরুর দিকে ক্রোয়েশিয়ার বক্সে একের পর এক আক্রমণ শানাচ্ছিলেন তাঁরা। কানাডার আক্রমণ রুখতে তখন হিমশিম খাচ্ছেন লুকা মডরিচরা। এরপর ধীরে ধীরে খেলায় ফেরে গতবারের রানার্স আপরা। ৩৬ মিনিটে ক্রোয়েশিয়ার হয়ে প্রথম গোল করেন আন্দ্রেজ ক্র্যামারিচ। ৪৪ মিনিটে দ্বিতীয় গোল করেন মার্কো লিভাজা। দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক ফুটবল খেলে দুই দল। ৭০ মিনিটের মাথায় দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোল করেন ক্র্যামারিচ। সংযোজিত সময়ের ৪ মিনিটের মাথায় লভরো মাজের ইউরোপের দলটির হয়ে চতুর্থ গোল করেন। ৪-১ গোলে ম্যাচ জিতে পরের রাউন্ডের দিকে অনেকটাই এগিয়ে গেলেন মডরিচরা।
আরও পড়ুন: FIFA World Cup | ২-০ গোলে হারল বেলজিয়াম, নক আউটে যাওয়ার আশা জিইয়ে রাখল মরক্কো