দোহা: অস্ট্রেলিয়াকে ৪-১ গোলে উড়িয়ে কাতার বিশ্বকাপে অভিযান শুরু করল গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্স। মঙ্গলবার রাতে আল জানৌব স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দুই দল। এদিন ৪-২-৩-১ ছকে দল সাজিয়েছিলেন ফরাসি কোচ দিদিয়ের দেশঁ। অন্যদিকে, ৪-১-৪-১ ছকে দল সাজিয়েছিলেন সকারুজদের কোচ আর্নল্ড। যদিও ম্যাচের মাত্র ৯ মিনিটের মাথায় গোল করে অস্ট্রেলিয়াকে এগিয়ে দিয়েছিলেন ক্রেগ গুডউইন। এরপরই খোঁচা খাওয়া বাঘের মতো অস্ট্রেলিয়ার বক্সে একের পর এক আক্রমণের ঝড় তুলতে শুরু করেন কিলিয়ান এমবাপেরা। ২৭ মিনিটে ফ্রান্সকে সমতায় ফেরান অ্যাড্রিয়েন র্যাবিওট। এরপর ৩২ মিনিটে গোল করে ব্যবধান বাড়ান অলিভার জিরুড। ৬৮ মিনিটে গোল করেন এমবাপে। এর মাঝে সকারুজরা বিক্ষিপ্তভাবে কিছু আক্রমণ শানালেও তা গোলে রূপান্তরিত করতে পারেনি। ৭১ মিনিটে দলের হয়ে চতুর্থ ও নিজের দ্বিতীয় গোল করেন জিরুড। সেখান থেকে আর ম্যাচে ফিরতে পারেনি অস্ট্রেলিয়া(Australia)। শেষ পর্যন্ত ফ্রান্স ৪-১ গোলে ম্যাচ জেতে। প্রসঙ্গত, ২০১৮-র রাশিয়া বিশ্বকাপেও গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল ফ্রান্স ও অস্ট্রেলিয়া। সেবার কিলিয়ান এমবাপেরা ২-১ গোলে জিতেছিলেন। ফাইনালে লুকা মডরিচদের ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে রাশিয়া বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় ফ্রান্স। সেই খেতাব যে এবারও দিদিয়ের দেশেঁর ছেলেরা ধরে রাখতে চাইবেন, তা এদিনের খেলাতেই স্পষ্ট।
আরও পড়ুনঃ ভার প্রযুক্তিতেই বাতিল! অফসাইডের গোলের হ্যাটট্রিক আর্জেন্টিনার