দোহা: লড়াই করেও পেনাল্টি শুটআউটে ক্রোয়েশিয়ার কাছে হারল জাপান(Japan)। জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল গতবারের রানার্স আপ ক্রোয়েশিয়া। সোমবার কাতারের আল জানৌব স্টেডিয়ামে নকআউট পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। এদিন ৩-৪-৩ ছকে দল সাজিয়েছিল এশিয়ার দেশটির কোচ মরিয়াসু। অন্যদিকে, ৪-৩-৩ ছকে দল সাজিয়েছিলেন ক্রোয়েশিয়ার কোচ ডালিচ। জাপান গ্রুপ পর্বে যথেষ্ট ভালো ফুটবল খেলেছে। তারা জার্মানি, স্পেনের মতো প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে উঠে এসেছিল শেষ ১৬-তে। এদিন ক্রোয়েশিয়ার বিরুদ্ধেও তারা শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে। প্রথমার্ধের ৪৩ মিনিটে জাপানকে এগিয়ে দেন ডেইজেন মায়িদা। দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে ক্রোয়েশিয়ার হয়ে সমতা ফেরান ইভান পেরিসিচ। দ্বিতীয়ার্ধের সংযোজিত সময়ে খেলার ফলাফল ছিল ১-১। এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। কিন্তু অতিরিক্ত সময়েও ম্যাচের ফল অমীমাংসিত থাকে। ফলে টাইব্রেকারে চলে যায় ম্যাচ। পেনাল্টি শুটআউটে জাপানকে ৩-১ গোলে হারায় ক্রোয়েশিয়া। দুর্দান্ত কিছু সেভ করেছেন তাদের গোলরক্ষক লিভাকোভিচ।
আরও পড়ুনঃ সাম্বা ঝড়ে উড়ে গেল কোরিয়ান প্রতিরোধ, ৪-১ গোলে জিতে শেষ আটে ব্রাজিল