দোহা: কাতার বিশ্বকাপের(Qatar World Cup)শেষ ১৬-তে পৌঁছে গেল মরক্কো। বৃহস্পতিবার তারা কানাডাকে ২-১ গোলে হারিয়েছে। এদিন গ্রুপ পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। ৪-৪-২ ছকে দল সাজিয়েছিলেন কানাডার কোচ হার্ডম্যান। অন্যদিকে, ৪-৩-৩ ছকে দল সাজিয়েছিলেন মরক্কোর কোচ। এদিন শুরু থেকেই একে অপরের বক্সে আক্রমণ শানাতে থাকে দুই দল। ম্যাচের মাত্র ৪ মিনিটের মাথায় মরক্কোকে এগিয়ে দেন হাকিম জিয়েচ। ২৩ মিনিটে ফের গোল করেন ইউসেফ এন-নেসিরি। ৪০ মিনিটে আত্মঘাতী গোল করে বসেন মরক্কোর নাইফ আগুয়ের্ড। দ্বিতীয়ার্ধে কানাডা গোলের ব্যবধান কমানোর চেষ্টা করলেও কোনও লাভ হয়নি। শেষ পর্যন্ত ২-১ গোলে ম্যাচ জেতে মরক্কো। এর ফলে ৩ ম্যাচে ৭ পয়েন্ট পেয়ে গ্রুপ শীর্ষে থেকে নকআউট পর্বে পৌঁছে গেল দেশটি। অন্যদিকে, সমান ম্যাচ খেলে কোনও পয়েন্ট পায়নি কানাডা। টুর্নামেন্ট থেকে ছিটকে গেল তারা।
আরও পড়ুনঃ FIFA World Cup 2022 | আজ জিততেই হবে বেলজিয়ামকে, বিপক্ষে কঠিন প্রতিপক্ষ ক্রোয়েশিয়া