নাগরাকাটা: দার্জিলিং(Darjeeling) পুরসভা ভোটে ৩২টি আসনেই লড়তে পারলে ফল ভালো হত। মঙ্গলবার নাগরাকাটার(nagarkata) খাস বস্তিতে একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে এসে এমনটাই বলেন তৃণমূল নেতা তথা প্রাক্তন জিটিএর চেয়ারম্যান বিনয় তামাং। তাঁর বক্তব্য, নতুন মুখ চাইছিল পাহাড়। তাই হামরো পার্টি দার্জিলিং পুরসভায় জিতেছে। দার্জিলিংয়ে ৩২টির মধ্যে ১০টি আসনে লড়াই করার অনুমতি দিয়েছিল হাইকমান্ড। তার মধ্যে তৃণমূলের দুই প্রার্থী জিতেছে। যদি ৩২টি আসনেই লড়াইয়ের অনুমতি মিলত তাহলে ১০ থেকে ১২টি আসনে তাঁরা জিততে পারতেন।
এদিন মহাপুরাণ যজ্ঞ অনুষ্ঠানে যোগ দেন বিনয়বাবু। অনুষ্ঠান মঞ্চে পুজো কমিটির তরফে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন মহাপুরাণ যজ্ঞের উদ্যোক্তা জলপাইগুড়ি জেলা পরিষদের মেন্টর অমরনাথ ঝা ও ধূপগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ সিং সহ আরও অনেকে।