কলকাতা: গুরুতর অসুস্থ পরিচালক তরুণ মজুদার। ভর্তি করা হল কলকাতার (Kolkata) এসএসকেএম হাসপাতালে। জানা গিয়েছে, একাধিক শারীরিক সমস্যা রয়েছে তাঁর। দীর্ঘদিন ধরেই একাধিক জটিল সমস্যায় ভুগছিলেন কিংবদন্তি পরিচালক। দীর্ঘদিন ধরে কিডনির সমস্যা রয়েছে তাঁর। ফুসফুসের সমস্যায়ও কয়েক বছর ধরে ভুগছেন। ৯২ বছরের পরিচালককে পাঁচজন চিকিৎসকের একটি দল নজরে রাখছেন। মঙ্গলবার শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি।
ভারতীয় চলচ্চিত্রে অবদানের জন্য চারটি জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছেন তরুণ মজুমদার। সাতটি বিএফজিএ এবং পাঁচটি ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন তিনি। ১৯৯০ সালে ভারত সরকার তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে। ১৯৫৯ সালে উত্তম কুমার এবং সুচিত্রা সেনের সঙ্গে ‘চাওয়া পাওয়া’ ছবিতে অভিনয় করেছিলেন তরুণ মজুমদার। এছাড়াও পলাতক, ভালোবাসা ভালোবাসা, বালিকা বধূ, ফুলেশ্বরী, দাদার কীর্তি সহ বিভিন্ন ছবিও বানিয়েছেন তিনি।
আরও পড়ুন : উড়িষ্যার জনপ্রিয় অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ