কলকাতা: ফিল্মফেয়ারে চাঁদের হাট। শুভশ্রী থেকে কোয়েল, প্রসেনজিৎ থেকে সৃজিত চাঁদের হাটে জমজমাট এবছরের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড।
এবছরের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের চতুর্থ বছর। রেড কার্পেট থেকে নজরকাড়া পারফরমেন্স, সেরাদের শিরোপা প্রদানে ভরে উঠল মঞ্চ। ‘পরিণীতা’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য পুরস্কৃত করা হল অভিনেত্রী শুভশ্রীকে। ছেলে ইউভানের হাতে তুলে দিলেন এই সম্মান।
সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে সাতটি অ্যাওয়ার্ডের ছবি পোস্ট করেছেন সৃজিত মুখোপাধ্যায়। তাঁর পরিচালিত ছবি ‘ভিঞ্চি দ্য’, ‘শাহজাহান রিজেন্সি’ ও ‘গুমনামি’ বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত। ‘গুমনামি’ ছবির জন্য পুরস্কৃত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তাঁকে এই সম্মান প্রদান করেন সৃজিত মুখোপাধ্যায়। পারফরমেন্সের মাধ্যমে মঞ্চে তাক লাগালেন সৌরসেনী, মধুমিতা ও ইশা। একদিকে যেমন শাড়িতে সাজলেন অপরাজিতা আঢ্য, জয়া এহসান, তেমনি ওয়েস্টার্ন পোশাকে নজরকাড়া কোয়েল মল্লিকও।