কলকাতা: গত ১৭ ফেব্রুয়ারি রাতে মুর্শিদাবাদের আজিমগঞ্জয়ের কাছে নিমতিতা স্টেশন ঘটে যাওয়া বিস্ফোরণে রাজ্যের মন্ত্রী জাকির হোসেন গুরুতর আহত হয়েছিলেন। তেমনি ওই বিস্ফোরণে আহত হয়েছিলেন তাঁর সঙ্গে থাকা ১৪ জন দলীয় কর্মী সহ তাঁর আপ্ত সহায়ক। ওই ঘটনায় টানা ৮ দিন তদন্ত চালিয়ে অবশেষে বৃহস্পতিবার রাতে রাজ্য পুলিশের সিআইডি শাখার গোয়েন্দারা দু’জনকে গ্রেপ্তার করেছেন।

এদিন সকালে সিআইডি সূত্রে জানানো হয়, তাঁরা ওই ঘটনায় আব্দুল সামাদ ও সাইদুল ইসলাম নামে দু’জনকে গ্রেপ্তার করেছেন। সিআইডির পক্ষ থেকে জানানো হয় শহিদুল বিস্ফোরক আদান-প্রদানের কাজের সঙ্গে জড়িত ছিল। কিছুদিন আগে সিআইডির গোয়েন্দারা নাসিম নামে ওই নিমতিতা রেল স্টেশন সংলগ্ন এলাকার এক হকারকে আটক করেছিলেন।
প্রসঙ্গত, নিমতিতা ঘটনায় আহত রাজ্যের মন্ত্রী জাকির হোসেন সহ অন্যান্য আহতরা এখনও কলকাতা এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে একজনের হাত ও পা উড়ে গিয়েছে। তবে আহতদের অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে হাসপাতালে পক্ষ থেকে জানানো হয়েছে।