কলকাতা: ১৬ দিন পর খাঁচাবন্দি রায়দিঘির বাঘ। মঙ্গলবার মণি নদীর চরের ভুবনেশ্বরী দ্বীপের পূর্ব শ্রীধরপুর এলাকা থেকে বন দপ্তরের পাতা খাঁচায় অবশেষে ধরা পড়ল প্রাপ্তবয়স্ক দক্ষিণ রায়। বাঘটিকে মাতলা রেঞ্জের ঝড়খালিতে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়। তারপর ব্যাঘ্র প্রকল্পের আওতায় জঙ্গলে বাঘটিকে নিয়ে যাওয়া হয়েছে। বন দপ্তর সূত্রে খবর, এদিনই সুন্দরবনের ব্যাঘ্র প্রকল্পের অন্তর্ভুক্ত জঙ্গলে ছেড়ে দেওয়া হবে ওই বাঘটিকে।
জানা গিয়েছে, গত ৪ ফেব্রুয়ারি রায়দিঘীর মণি নদীর চরে বাঘের পায়ের ছাপ দেখতে পান স্থানীয়রা। পরবর্তীতে বন দপ্তরের তরফে বাঘটির গতিবিধির উপর নজরদারি চালানো হয়। সে কোন এলাকায় ঘোরাফেরা করছে দেখে সেখানে খাঁচা পেতে রাখা হয়। অবশেষে সোমবার বন দপ্তরের পাতা খাঁচায় ধরা পড়ে বাঘটি।