ডিজিটাল ডেস্কঃ আর একদিন পরেই সরস্বতী পুজো। ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্যের প্রায় সমস্ত স্কুল এবং কলেজ। কিন্তু এই সরস্বতী পুজো করা নিয়েই আলোচনার শীর্ষে উঠে এসেছে
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় (Presidency University)। প্রসঙ্গত, প্রেসিডেন্সির বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদ দাবি করতে থাকে তাঁরা সরস্বতী পুজো করবে বিশ্ববিদ্যালয়ের ভেতরে। প্রসঙ্গত, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে এতদিন পর্যন্ত সরস্বতী পুজো হয়নি। তৃণমূল ছাত্র পরিষদ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পুজো করার আবেদন জানালে তা নাকচ হয়।
এই নিয়ে চলে তীব্র চাপানউতোর। শেষ পর্যন্ত তৃণমূল ছাত্র পরিষদ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে তাঁদের সরস্বতী পুজো করবে বলে জানিয়েছে। কার্যত কর্তৃপক্ষের অনুমতি না মেলায় গেটের বাইরেই পুজো হবে বলে জানান প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় টিএমসিপি আহ্বায়ক প্রান্তিক চক্রবর্তী। অন্যদিকে দুদিন আগেও যেখানে তৃণমূল ছাত্র পরিষদের নেতারা রীতিমতো লড়াকু ভঙ্গিতে বলেছিলেন, তাঁরা ক্যাম্পাসেই সরস্বতী পুজো করবেন। সেখানে আজ একেবারে ১৮০ ডিগ্রি ঘুরে তাঁরা জানাচ্ছেন কোনরকম সংঘাত তাঁরা চান না।
তৃণমূল ছাত্র পরিষদের আহ্বায়ক প্রান্তিক চক্রবর্তী এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে জানিয়েছেন, ‘‘কর্তৃপক্ষের কাছে আর্জি জানানো হয়েছিল। কিন্তু সদর্থক সাড়া মেলেনি। পুজো মানে আবেগ। আর সেই আবেগ থেকেই আর্জি জানানো হয়েছিল। কিন্তু টিএমসিপি কোনও ভাবেই কর্তৃপক্ষের সঙ্গে সংঘাতে যাবে না। তবে পুজো আমরা করছি। ছাত্র পরিষদের সদস্য এবং সাধারণ ছাত্রছাত্রীরা মিলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে এই পুজো করা হচ্ছে।’’ স্বাভাবিকভাবেই সরস্বতী পুজোর আবহে প্রেসিডেন্সি কলেজ নিয়ে আপাতত সমস্ত বিতর্ক শেষ।