ডিজিটাল ডেস্ক : দীর্ঘদিন ধরেই তৃণমূলের পুরনো পার্টি অফিসটি বদলানোর কথা হচ্ছে। জানা গিয়েছে, বাইপাসের ধারে তফসিয়ার পুরনো পার্টি অফিস ছেড়ে এবার চিংড়িঘাটা মোড়ের কাছে বাইপাস ধাবার পাশে বহুতল বাড়িটিতেই হতে চলেছে তৃণমূলের নতুন অফিস। জানা গিয়েছে, অক্ষয় তৃতীয়ার(Akshay tritiya) দিন এই নতুন অফিস উদ্বোধন হবে। কথা হয়েছিল প্রথমে নতুন তৃণমূল ভবন তৈরি হবে। সেক্ষেত্রে একটি অস্থায়ী ভবন খোঁজার দায়িত্বে ছিলেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম(Firhad Hakim)। কিন্তু দেখা যাচ্ছে, নতুন ভবন তৈরীর কাজ একটুও এগোয়নি। তাই অবশেষে অস্থায়ী ঠিকানাই এবার স্থায়ী ঠিকানায় পরিণত হচ্ছে বলে জানা যাচ্ছে। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের(Mamata Banerjee) জন্য এই অফিসে আলাদা একটি ঘর থাকছে। পাশাপাশি, বিভিন্ন ফ্লোরে দলের শীর্ষ নেতৃত্বদের জন্যও আলাদা আলাদা ঘর থাকছে। প্রতিটি তলায় যাবার জন্য থাকছে লিফট। এই নতুন বাড়িতে থাকছে হলঘর, প্রেস কনফারেন্স রুম ইত্যাদি। বাড়ির বাইরে থাকছে শহীদ বেদিও। তৃণমূলের এই নতুন পার্টি অফিস নিয়ে কার্যত কৌতুহল বাড়ছে।
আরও পড়ুন : তৃণমূল কংগ্রেস ত্রিপুরায় ঘোষণা করলো রাজ্য কমিটি, শীর্ষে রাজীব বন্দ্যোপাধ্যায়